টাকা, টাকা, টাকা
দুনিয়াটা একা
না থাকলে টাকা,
প্রিয়জন বাঁকা
আহা! মারে ঝাকা
অশান্তির চাকা।
টাকাওয়ালার
খ্যাতি চারধার
ঘুরে চাটুকার,
পোক্ত চেয়ার
সালাম হাজার
নজর সবার।
কী যুগ রে ভাই!
যত টাকা পাই
আরো বেশি চাই,
শুধু খাই খাই
দু’হাতে কামাই
মনে সুখ নাই।