বিশ্বমুসলিম জাতির পিতা
পেল ফরমান
আপন প্রিয় পুত্র তুমি
করো কুরবান।
প্রভুর আদেশ পালনে হয়
উদ্যত যবে
খুশি হয়ে পুত্রের স্থলে
দুম্বা দেন রবে।
প্রভুর নামে দুম্বা নবী
করে কুরবান
বেঁচে গেল স্নেহধন্য
প্রিয় সন্তান।
তথা হতে শুরু হলো
পশু কুরবান
আজও তাহা পালন করে
মুসলিম জাহান।
মনের পশু লালন করে
কুরবানি দেয় যারা
ঘরের পশু জবাই করে
পুণ্য পায় না তারা।
পশুর সাথে আমিত্বকে
জবাই করলে তবে
কবুল করেন সে কুরবানি
অসীম দয়াল রবে।