হ্যাঁ আমি বিদ্যুৎ কর্মী, আমি আলোর ফেরিওয়ালা
আমি আলোর মাঝে ভেসে বেড়াই নিয়ে আলোর মেলা।
আমি নিজেকে নিয়ে ভাবি না, ভাবি দেশ ও দশের কথা
আমি নিরবে নিভৃতে সহে যাই ক্ষত বিক্ষত যত ব্যাথা।
জীবন কে রেখে বাজি অভিযোগ সমাধান করতে
সদা প্রস্তুত, জীবন ও দিতে রাজি।
হ্যাঁ আমি বিদ্যুৎ কর্মী, আমি প্রান্তিক মনের মানুষ
আমি কখনো হই যোদ্ধা আমি কখনো বীর পুরুষ।
আমি আঁধার দেখতে পারি না, আমি নিজেকে রাখি আঁধারে
আলো ছড়াতে সদা জাগ্রত
বিসর্জন দেই আমারে।
হ্যাঁ আমি বিদ্যুৎ কর্মী, আমি ও একজন প্রাণ।
আমি হাঁড়িয়ে যাবো একদিন নিয়ে মৃত্যুর ঘ্রাণ।