এখানে অনন্তকাল অন্ধকার রয়ে গেছে
থেকে গেছে-
আধারের মাঝে আলোর আল্পনা আঁকার স্বপ্ন।
বিপন্ন হয়ে গেছে জীবনের নকশি কাঁথা।
কথা হয়না মধুর আলোচনার আসরে,
ঘুম হয় না প্রানহীন ইট পাথরের নগরে।
শুধু চুপচাপ অতিথি পাখি হয়ে আছে তোমার স্মৃতি।
যতদিন নক্ষত্রের আলো পৃথিবীর বুকে,
সূর্যের দহনে জীবের শক্তি সঞ্চয়,
ততদিন আমার বুকের আঙিনায় তোমার আশ্রয়।
নক্ষত্র আর নিহারিকা
শতকোটি আলোকবর্ষ দূরে থেকে
বুঝে গেছে কতখানি চাই তোমায়।
অথচ তুমি বুঝলে না।