কবিতার হাটে সওদা করতে গিয়ে
নিজেকে বড্ড ভিখারি—ভিখারি মনে হয়।
দেখি অসংখ্য ফেরিওয়ালাগণ—
ফেরি করছেন তাদের স্ব-রচিত কবিতা।
কবিতার রঙবাহারী রূপ
আর মাতাল করা গন্ধে
আমার চোখে ঘুম পালিয়ে যায়।
সমস্ত পথ হাঁটতে হাঁটতে—ক্লান্ত পথিক
সন্ধ্যায় ঘরে ফিরি খালি হাতে,
কবিতা সঞ্চয় করা আর হয়না আমার!