মোল্যা বাড়ির একটি গাছে প্রায়ই গরুটা বাঁধা থাকে
ঐ পথে গেলে ঢুসঢাস দিয়ে অপ্রস্তুত করে তোলে,
গরুটি তার বীরত্ব জানান দেয়।
সামনে জ্বিলহজ্জ মাসের দশ, এগারো, বারো তারিখ
বিশ্ববাসী আনন্দে বিভোর।
খুশির বার্তা বয়ে যায় সর্বোস্তরে
গরুটি ঢুসঢাস ভুলে গেছে
দু’চোখের বয়ে যায় খরস্রোতা নদী।