আমি পথশিশু
প্রদীপ্ত জীবন আমার কাম্য নয়,
আমি স্রোতহীন জীবনের প্রান্তে দাঁড়িয়ে স্বপ্ন
দেখতে ভালোবাসি,
আর ভালোবাসি শ্বাপদের আশ্রয়।
আমি পৃথিবীর বুকে জেগে উঠা এক অবাঞ্চিত স্বপ্ন,
যে স্বপ্নরা মাশরুমের ন্যায় আগাছায় জন্মাতে ভালোবাসে,
কারণ তুমরা স্বপ্ন ফলাতে সক্ষম
আর আমি সক্ষম জীবন ফলাতে স্বপ্নের আবেশে।
আর আমি এ-ও জানি;
ক্ষুদার্থ চোখে রক্তাক্ত সূর্য দেখার নামই স্বপ্ন,
যে স্বপ্নরা বাঁচিয়ে রাখে প্রতিটি নিশ্বাস হতে প্রশ্বাসে।
এক টুকরো রুটির আশায় নিজের সাথে অবিরাম সংগ্রামের নামই স্বপ্ন,
যে স্বপ্ন মৃত্যুর স্বাদ বয়ে নিয়ে আসে শুষ্ক বাতাসে।
আমার স্বপ্নগুলো আমায়
দেয় বেঁচে থাকার আশ্রয়;
যেদিন এ আশ্রয় হবে রাহুগ্রস্ত
জেনে নিও সেদিনই হবে আমার শেষদিন,
সেদিন বৃষ্টি নামবে ধরাময়,
সুশীল সমাজে ফিরবে সভ্যতা,
হবে এক অপ্রত্যাশিত কালো অধ্যায়ের প্রস্থান।