হঠাৎ কোন এক বর্ষামুখর দিনে
ঝুম বৃষ্টিতে ভিজে সিক্ত হবো
মনের আকাশ কোণে সুপ্ত বাতাস জরিয়ে রাখবে দীর্ঘ সময়
সুশীতল পরিবেশ তৈরি করবে
মিষ্টি সুরের মূর্ছনা।
আজ কয়েক দিনের
প্রকৃতির ধোঁয়া ওঠা তীব্র গরম
নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন
নাগরিক কোলাহল আর জ্যামে বন্দী হয়ে আছে ছোট বড় স্বপ্ন
গ্রামীণ স্নিগ্ধতার পরশ
আজ তাই খুব প্রয়োজন।
যেথায় ভোরের আলোয়
নতুন দিগন্তের তরী উন্মোচন হবে
ফুটে উঠবে ভালোবাসার উষ্ণ অভ্যর্থনা।