• আজ- শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

সুখী চাষা

কাজী তানজিল আহম্মদ / ৩৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

add 1

আমার চাষার বাসা হয় না, হয়রে কুঁড়েঘর;
কোটিপতি করে বাঁচে, চাষার কাঁধে ভর।

কষ্ট করে ফসল ফলায়, চাষা রোদে পোড়ে;
সেই ধানের ভাত খায়, জাতি বছর ভরে।

চাষার ঘামে মাটি ভিজে, সাক্ষী আছে ঘাস;
এমন করেই কেটে যায়, চাষির বারোমাস।

খেতে খেটে চাষা যখন, রাতে বাড়ি ফিরে;
আরাম করবে বিছানা নেই, দু:খী চাষার ঘরে।

শীতের রাতে খড় বিছিয়ে, চাষা রাত কাটায়;
বর্ষাকালে পানি এসে, সেটুকুও হটায়।

গ্রীষ্মের রাতে চাষা, ঘুমায় গাছের নিচে ;
আরাম নামের অধ্যায় যেন, চাষার কাছে মিছে-

তবু্ও চাষা হেঁসে বলে, সুখে আছি বেশ;
কেমন সুখের খুঁজে মানুষ, ঘুরছে সারাদেশে..?

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৮:২১)
  • ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৬ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT