নয়নসলীল নিলে, কি দিলে সখা’তে ?
আমি’তো চেয়েছি যাহা তাহা আপনাতে!
ছিলো’তো কত প্রণয় রচনা,
ব্যথা বিঁধলো হৃদয়ে চেয়ে আপনারে
আশ্বিনের শুভ্রনীলে প্রবাহিণী ধারে
পেয়েছি সমুদ্রময় বেদনা ।
নিশিভর দিশিদিশি চেয়ে ভরসায়
দুবঘাসে মিশেমিশে মরিয়া সারায়
ছিলো কত ভালোথাকা জ্ঞাপনা,
নদীকূলে ফুলে মূলে শীতল পবন
হারালো আপন স্বাদে আনন্দ তপন
আঁখি স্নিগ্ধ হলো সেথা আপনা।
রোঁদন জলে ভিজেছি বিষাদ বরণে
তিমিরে তাহারে ছেড়ে চলেছি মরণে
অত:পর বহুদিন হেসেছি,
আবার প্রভাত এলো কুসুম কাননে
শালিক সেজেছে সেথা নিজের যৌবনে
শূন্যতার আলাপনে এসেছি।