গ্রীষ্ম এলো আমার দেশে
তপ্ত রোদে ভেসে ভেসে
ঘামটা ঝরে শরীর থেকে
আম ও কাঁঠাল উঠছে পেকে।
গ্রীষ্ম এলো ঝড়টা নিয়ে
কাঁদছে সবাই মুখ লুকিয়ে
গাছটা পড়ে পথের মাঝে
জীবন যাপন হচ্ছে বাজে!
গ্রীষ্ম এলো ঘ্রাণটা নিয়ে
দিলো সে যে প্রাণ ভরিয়ে
মৌমৌমৌ ফুলের বাসে
এলো সে যে ভালোবেসে।
গ্রীষ্ম এলো বনবাদাড়ে
এলো সে যে মেঘ আঁধারে
গুনগুনাগুন অলির ঠোঁটে
নাম না জানা ফুল যে ফোটে।