আমাকে আষ্টে পিষ্টে আছে দৈন্যতা
তবুও তোমাকে খুঁজে ফিরি
আষাঢ়ে শ্রাবণে।
উদাস দুপুরে হিজল তলায়
ঘার্মাক্ত দেহে তোমার দেখা পাবার আশায়
কোকিল ডাকা ভোর থেকে
তোমায় দেখার প্রহর গুনছি
পূব আকাশের ঐ কালো মেঘ দেখে
তুমি আসবে কখন জানি
একটু শীতল পরশ নিয়ে।
সত্যি তুমি আসবে ?
নাকি মনের ভ্রম মাত্র।
অপেক্ষা! অপেক্ষা!! শুধুই অপেক্ষা!!!
তোমার শীতল পরশের জন্য।