দেখা হবে তোমার সাথে কোন এক বিকেলে
চায়ের কাপে চুমুক দিয়ে গল্প কথায়।
দেখা হবে কোন এক সন্ধ্যায় রিক্সার হুড উঠিয়ে
যখন চলব নিরুদ্দেশের পথে।
দেখা হবে কোন এক দুপুরে ঘামে ভেজা মুখখানায়
রুমাল দিয়ে মুছে দেয়ার ইচ্ছেরা যখন ডাকবে তোমায়।
দেখা হবে কোন এক চাঁদনী রাতে তারা ভরা আকাশ
পাশে বসে আমার হাতটি ধরে থাকবে আলতো ছুঁয়ে।
আমি তোমার সেই আমিই থাকব
যেমন চেয়েছি তোমার সারাটাদিনের আবছায়ায়
হয়ত মাস কেটে যাবে!
বছর কেটে যাবে!
যুগ কেটে যাবে!
দেখা হবে নিশ্চিত জেনো।