• আজ- বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

যুদ্ধ

আশীষ কুমার বিশ্বাস / ৩৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

add 1

যুদ্ধ !
একদিন না একদিন শেষ হয় –
কিনবা, একদিন না একদিন শেষ হবে।
কিন্তু লোভ, ক্ষমতার দখল, মসনদ –
তুষের আগুনে মন!

অফুরন্ত ধন সম্পদ, বিলাসবহুল জীবন,
নিরাপত্তার ঘেরাটোপ –
কয়েক প্রজন্মের জন্য সুখের জীবন।

তাঁতে হোক না, হাজার হাজার মৃত্যু –
প্রতিপদে লঙ্ঘন জেনেভা চুক্তি।
রাসায়নিক অস্ত্র, ক্ষত-বিক্ষত জীবন,
তবুও যুদ্ধ চালিয়ে যেতে হবে।

যেন তেন উপায় রাজ্য দখল, রাষ্ট্র দখল।

ধ্বংসে ধ্বংসে বিভীষিকা রূপ –
আঁতকে উঠছে আমজনতা !
তবুও যুদ্ধ, উল্লসিত মন !

কিসের হাতছানি ?

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT