মোদের বাগানে ফুল ফুটেছে
হলুদ রঙের ফুল,
রক্ত জবার কলি মেলেছে
হাসনাহেনার দুল।
কৃষ্ণচূড়ার ডালে রং ধরেছে
গন্ধ রাজের সুভাষ,
জুঁই চামেলি গোলাপ ফুটে
মন যে হয় উদাস।
সূর্যমুখী ফুল ডানা মেলেছে
হলুদ রঙের হাসি,
সাজ সকালে শিশির কণা
চলো দেখে আসি।
মাটির টবে দোলনচাঁপা
হিমেল হাওয়া দুলে,
লাল ডালিয়া শিউলি ফুল
পরশ পাপড়ি মেলে।