বর্ণমালায় বুনেছি তোমার আমার ভালোবাসা
আমার লেখা বর্নমালা, সে তো শুধু আমার কাছে শব্দ নয়,
বর্নমালা দিয়ে লেখা প্রত্যেকটা শব্দ তোমার আমার ভালাবাসার বন্ধন।
তোমার স্বপ্ন বুনেছি, আমার সাজানো বর্মালায়!
এক কথায় যদি বলি, স্বপ্ন বুনেছি বর্নমালায়।
আমার লেখা বনর্মালায়, যতো শব্দ শব্দ খেলা আছে,
তার মাঝে, সেরা শব্দ হলো রাণী, আর সেই রাণী হলে তুমি
কি ভাবছো! তাহলে রাজা কে?
রাজা হলো দু:খ! দু:খ আবার কে? চিনলে না?
দু:খটা হলাম হতভাগ্য এই আমি!যার বর্মালায়
হাজারো স্বপ্নে শব্দে তুমি!
নামেই শুধু রাজা থেকে গেলাম, রাণীর দেখা
পেলাম না! দু:খে ভরা একাকী রাজা আমি!!
তাইতো এভাবে একাকী স্বপ্ন বুনেছি বনর্মালায়
জীবনটাকে উৎসর্গ করেছি, শব্দ শব্দ খেলায় আর বর্ণমালায়।
thsnks Priyo Shahitiya pata