বর্ধমান জেলায় জন্ম তোমার
গ্রাম যেন চুরুলিয়ায়,
সাহিত্যেচর্চায় ছিলেন চলমান
সবার যেন অন্তরায়
ছোট্ট কাল থেকে সাহিত্যেচর্চা
তিনি শুরু করেন,
কবিতা’ গল্প উপন্যাস ফিচারে
লেখায় কলম ধরেন।
সারাটাজীবনে প্রকৃতির সাথে
লিখে গেলেন তিনি,
মনোমুগ্ধকর লেখায় এগিয়ে
খুশি সারা মা জননী,
লিখেছেন তিনি মজার ছড়া
মুগ্ধ সব শিশুর প্রাণ,
ফুলের গন্ধের মতোই ছড়িয়ে
গেছে যে যেমন ঘ্রাণ,
সকাল বেলায় পূর্ব আকাশে
ফুটে উঠে যে রবি,
তুমি মোদের যেন দেশের গর্ব
তুমি জাতীয় কবি।