গ্রীস্মকাল এলে নানা ফলে
গাছ ভরে যায়
নানান রকম সুগন্ধি ফলের
পাকা শুরু হয়।
গাছে গাছে যেন ফলে ভরা
নানা রকম বেশ,
হরেক রকম ফলের মাঝে
হয়না যেন শেষ।
পাকার সুগন্ধ ফুলের মতো
চারপাশে ছড়ায়,
আশে পাশে ফলের সুবাসে
মনটা ভরে যায়।
আম লিচু কাঁঠাল পেয়ারা
আরো কত ফল,
ফল খেলেই ফলের মাসেই
দেহে বাড়ে বল।
নানা রকম যে ‘নানান ফল
খেতে মজা লাগে,
সুমিষ্ট ঘ্রাণ স্বাদ টক মাঝে
ভিটামিন যে সবে।