জাতিভেদের এ পৃথিবীতে নারীই অভেদ
পোশাক আর খাবারে যত সব ভেদাভেদ।
অথচ সাম্প্রাদায়িক সীমানা প্রাচীর ভেঙে
হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিস্টান
নারীদেহ ভোগে সকলেই সমান।
ভোগ্য নারী হিন্দু নাকি খ্রিস্টান
যেমন ভাবে না মুসলমান।
তেমনি ভাবে না খ্রিস্টান
ভোগের পণ্যটি আর বৌদ্ধ নাকি মুসলমান।
জলে যার জাত যায়
সেও এক নদীরই পানি খায়।
আর নারী তো নদীই
নদীর আবার জাত কী!