হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শিশু সাহিত্যের নিবেদিত প্রাণ,
গীতাঞ্জলির নোবেলজয়ী কবি
তোমার জন্মদিনে শুভেচ্ছার গান।
অতি সহজ সরল স্বভাবের তুমি
মিশে যেতে শিশুদের উল্লাসে,
হাসি আনন্দে তুমি খেলার ছলে
তোমার স্মৃতিচারণ অভিলাষে।
মনমাতানো যত কবিতা তোমার
বারবার যেন পড়িবার মনে লয়,
আবার যদি আসিতে এই ধরায়
তোমার লেখনীতে করিতে জয়।
সাহিত্যে উদয় হয়েছিল সেদিন
দীপ্তিময় আলোকিত রবি প্রভাত,
তুমি নেই এই সুন্দর বসুন্ধরা
তোমার জন্মদিনে জানাই সুপ্রভাত।
আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদক মহোদয়