• আজ- শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

পুঁজিবাদ

আব্দুর রাজ্জাক / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

add 1

সৃষ্টির আদিকাল হতে অনন্তকাল
জাতি ধর্ম বর্ণ বিভেদ
বৈষম্যের বেড়াজাল।
ধর্মকে পুঁজি করে
পুঁজিবাদীর প্রভ’ত্ব বিস্তার।
প্রগতিশীল সমাজ এখন সাংঘর্ষিক
ঐ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার।
দিনকাল একাল সেকাল
কালের গর্ভে বিলীন কতোকাল
তবুও অপরিবর্তীত আজও
ধর্মীয় অনুশাসনের যাতাকাল।
এই জাতপাত ধর্ম বর্ণের ব্যবধান
আদৌও কি ঈশ্বরের বিধান?
না-কি মানুষের সৃষ্টি
প্রবঞ্চনার অভিধান?
না-কি সমাজ সেবার নামে
পুঁজিবাদের অনৈতিক শ্লোগান?
এই বর্ণ বৈষম্যের বিধান
আমি মানি না-
মানি শুধু মানবিকতার চোখে
জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে
যার যা-ই ধর্ম বর্ণ হোক
শুধু মাত্র মানুষ কি-না দ্যাখো।
দ্যাখো তার মানবিকতার চোখ
মানুষের জন্যে জীবন কি না দ্যাখ্যো
সর্বপরি সে মানবধর্মী কি-না
সে কেমন ধারার মন মানসিকতার লোক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (দুপুর ১২:৪৫)
  • ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬
  • ৫ আশ্বিন, ১৪৩১ (শরৎকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT