• আজ- বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

বৃষ্টি

ড. এস, এম, মনির-উজ-জামান / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

add 1

অনেক দিনের পরে
আজি মেঘ করেছে আকাশ জুড়ে।
মন খারাপের দিনগুলো ভাসবে বুঝি বৃষ্টিতে
মন ময়ুরী পেখম মেলে দুর পাহাড়ের ঝর্নাতে।
ঝমঝম -ঝম বৃষ্টি নামে –
সবুজ পাতার গাছের ডালে।
বৃষ্টি নামে আকাশ ফেটে
বৃষ্টি নামে টাপুর টুপুর টিনের চালে।
বৃষ্টি নামে কাজলা দিদির আঁচল ভরে
বৃষ্টি নামে মাঠে ঘাটে ভর-দুপুরে।
বান ডেকে যায়
নতুন পানির জোয়ারেতে নদীর চরে
বৃষ্টি নামে কাক জোঁছনায়
একলা রাতের সিঁড়ি বেয়ে।
বৃষ্টি নামে খালে-বিলে
বৃষ্টি নামে বন মহুয়ার- দীঘির জলে।
বৃষ্টি নামে শাপলা- শালুক ঝিলের জলে-
বৃষ্টি নামে মাধবীর কুঞ্জতলে।
গুড়গুড় মেঘের ডাকে-
পথ ভুলে যায় সাঁঝের পথিক তিমির রাতে।
বৃষ্টি নামে সোনা ভরা ধানের ক্ষেতে।
বৃষ্টি নামে দীঘল পথে
পা চলেনা গাঁয়ের বধুর পিছল পথে।
বৃষ্টি নামে বুনোমেয়ের উদোম শরীর , দেহের বাঁকে
বৃষ্টি নামে শিশির ভেজা ঘাসের বুকে।
বৃষ্টি নামে রাজহংশের শুভ্র ডানায়
বৃষ্টি নামে বাসর রাতে মৌন বধুর আঁখির তারায়।
বৃষ্টি নামে দামাল ছেলের , সৃষ্টি ছাড়া উল্লাসেতে
বৃষ্টি নামে বুনোহাঁসের পালকেতে।
বৃষ্টি নামে ঘর হারাদের মাথার পরে-
বৃষ্টিতে নয়, আঁখির জলে-
নীলাঞ্জনার নীল নয়নে বর্ষা নামে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT