ফুল ফুটেছে কড়াই গাছে
তাই না দেখে সূর্য হাসে
পাখিরা করে গান
গানের তালে খুকু নাচে
জুড়িয়ে যায় প্রাণ।
কড়াই গাছে ফুলের মেলা
রঙ নিয়ে সব করছে খেলা
আতসবাজির মতো
চারিদিকে রূপের বাহার
ফুল ফুটেছে কতো!
কড়াই ফুলে রূপের বড়াই
করে নাতো কোনো লড়াই
সবাই মিলে দেখি
কড়াই ফুলের ঘ্রাণে ঘ্রাণে
কাব্য করে লেখি।