• আজ- শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

সুবর্ণ অবকাশ

ড. এস,এম, মনির-উজ-জামান / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

add 1

প্রকৃতির মাঝে কিছুটা অবকাশ
কিছুটা নিজেকে খুঁজে পাওয়া
কিছুটা নির্মল বাতাসে স্ফীত হয় নিরন্ত বিশ্বাস।
কিছুটা একান্ত ভাবনায় পিছনে ফিরে চাওয়া।
হয়নি সময়, সময়কে কাছে পাওয়ার
সারাটি জীবন ভর-
আমার অনুষঙ্গই আমাকে করেছে পর।
চক্রবুহের মাঝে ছিল যে দিনক্ষণ
সেথায় না ছিল আমার কোন আপন।
হাটি হাটি পায়ে পায়ে-
এ ধরণি অনেক বদলে গেছে।
কখন যে আমার, আমি হারিয়ে গেছে
আমারই মাঝ থেকে-
বুঝিনি তা কোন অবসরে।
অকৃপন ভরে
দিয়েছেন বিধাতা সুন্দরের ডালা খুলে।
রুপে অপরুপ মাধুরীময়-
দৃষ্টির প্রসারিত অসীম সীমায়
নয়ন ও মন জুড়িয়ে যায়
মুগ্ধতার অপার সরোবরে বিভাসিত বিস্ময়।
ভাললাগার সুবর্ণ বাতিঘর
মায়াময় সবুজের ছায়া ঢাকা প্রান্তর।
মাটির সোদা গন্ধে ভরে উঠে অন্তর
হেথায় রয়েছে আমার-
সাত পুরুষের ভিটে, মাটি, ঘর।
তাই হেথা ফিরে আসি বারবার
এই মাটির বুকে মিশে আছে মম হৃদয়ের সম্ভার।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT