বাঁকা চাদ উদয় হলো
শাওয়াল মাসের পরে
বিশ্ব মুসলিম পেল পয়গাম
খুশি এ ধরাতে।
ত্রিশ দিনের সিয়াম সাধনা
করেছি খোদার জন্য
আমির ফকির এক কাতারে
হয়েছে মুসলিম ধন্য।
সাম্যের এ বন্ধন আজি
থাকুক বিশ্ব ধরাতে
ঈদের খুশি লাগুক থেকে
সকল মুসলিম বরাতে।
প্রভুর দরবারে হোক মোর
এটাই শুধু প্রার্থনা
প্রভু তুমি দিয়োনা কাউকে
সামান্য টুকু যাতনা।