চারদিকে ঈদের আমেজ
আনন্দের কোলাহল,
বছর ঘোরে ঈদ এসেছে
আজকে খুশির ঢল।
পাঞ্জাবী আর টুপি পড়ে
ঈদগাহে সবে চল,
আজকে মোদের খুশির দিন
ওরে মুমিন দল।
এক কাতারে নামাজ পড়ি
ধনী গরীব যে সবে,
হিংসা বিদ্বেষ ভুলে যাই
বলছে মোদের রবে।
নতুন জামা গায়ে দিয়ে
ঘুরে বেড়াই চল,
ঈদ মোবারক ঈদ মোবারক
সবাই মিলে বল।
মুসাফা আর কোলাকুলি
করবো সবে মিলে,
সুখ শান্তি বয়ে আনুক
সবার মন দিলে।