আকাশ মাঝে উঠলো হেঁসে
এক ফালি বাঁকা চাঁদ,
বইছে শুধুই খুশির জোয়ার
কাটবে কখন যে রাত।
রাত পোহালে সবার মাঝে
আসবে যে খুশির দিন,
মনের ভিতরে বেশি আনন্দ
মনটা বেশ হবে রঙিন।
হাসি খুশিতে মিষ্টি মুখ করে
ঈদগাহ মাঠেতে যাবো,
সেথায় গিয়ে ছোট বড় যেন
সবার দেখাই যে পাবো।
ধনী গরীবের মাঝে থাকেনা
যেন কোনো ভেদাভেদ,
একই সাথে পড়বো নামাজ
থাকবেনা কোনো জেদ।
নামাজ শেষে সবাই মিলে ই
কোলাকুলি বেশ করবো,
হেঁসে খেলে সারাটাদিন যেন
একসাথে সবাই থাকবো।