একটি বছর ঘুরে আসে
মাহে রমজান,
দিবানিশি তাইতো করি
প্রভুর গুণগান।
সেহরি খেয়ে রোজা রাখি
আল্লাহরই ভয়ে,
জান্নাত পাওয়ার আশে কষ্ট
নীরবে যাই সয়ে।
রহমতের এই রমজান মাসে
আল্লাহ্ সুমহান,
ত্রিশ পারাতে নাযিল করেন
পবিত্র কুরআন।
বেশি বেশি পড়লে কুরআন
শান্তি লাগে দিলে,
নামাজ আর দরূদেই বুঝি
প্রভুর দিদার মিলে।
দান খয়রাতে সওয়াব মিলে
একে সাতাশ গুণ,
পবিত্র এই রমজান মাসে
পূণ্যের কাজ করুন।