সুখের পেছন বৃথাই ছুটোছুটি
সুখ যায় না অর্থ দিয়ে কেনা,
সুখ ফোটে না তাইতো সকল মুখে
খুব সহজে যায় না তাকে চেনা।
বিত্তবিভব প্রতিপত্তি খ্যাতি
যতই থাকুক, সুখ তাতে কী জোটে?
সুখ যায় না সহজে খুব বুঝা
হাসি যতই ঝরুক দুটো ঠোঁটে।
সুখের অভাব থাকে না তার মনে
অল্পতে যে তুষ্ট থাকে অতি,
চাওয়া-পাওয়ার কাঙালও নয় মোটে
সহজে যে মানতে পারে ক্ষতি।