গ্রামের পাড়ার গরুর গাড়ি
যায়না দেখা খড়ের বাড়ি।
মিঠাইয়ে ভরা মাটির হাঁড়ি
যাচ্ছে জামাই শ্বশুর বাড়ি।
বাঁশের বাঁশির করুন সুরে
বাজায় বাঁশি দুরে বহুদূরে
বাঁশির সুর যে অচিনপুরে
সুরের টানে মনটা কাড়ে।
হাট বসতো আগের দিনে
খোলা মাঠের ই মাঝখানে
করতো বাজার সেই খানে
যাত্রাপালায় জমতো গানে
পদ্মা নদীর নাই যে ইলিশ
বদলে গেছে খেলা বালিশ
দিচ্ছে না মোড়লে নালিশ
উঠে যাচ্ছে মাছের আমিষ।
খড়ের ছাউনি ঘরের সাথে
দোকান চলে সন্ধ্যা রাতে
যাচ্ছে সকলেই টাকা হাতে
মিঠাই হাড়ি আছে তাতে।
খড়ের আটি নৌকা বেয়ে
কেউ আনেনা এখন বয়ে।
সব যায় পেটে খিদে নিয়ে
ফিরিয়ে মাঝি ছোট্ট নায়ে।
নায়ে সবাই দেয় নদী পাড়ি
পাখি যায় আকাশে উড়ি
করছে সবাই যে খবরদারী
পুকুর বন্ধ করে হচ্ছে বাড়ি।