কোকিলের ওই কুহু গানে
বনলতায় ঢেউ জাগে
ফাগুন হাওয়ায় বনে বনে
ফুল ফোটাবার রূপ সোহাগে।
বনে বনে ফুল ফুটেছে
কৃষ্ণচুড়ার হওয়ার দোলায়
রাধাচূড়ায় ফুলের শোভা
গোলাপ রঙের হলুদ বিভায়।
চাঁদের আলোয় ফুটলো পলাশ
ফাগুন – আগুন মৌ বনে
ভ্রমর সেথা গান করে যায়
মাতাল সুরের সম্মোহনে।
সে কি সোনায় দুলে হাসে
আমার মনে পাপড়ি মেলে
হারিয়ে আমি যাই গ সেথা
সব কিছুর মায়া ভুলে।
কুড়ির ভাষায় গুন গুনিয়ে
আনন্দের জোয়ার আনে
মৌমাছিরা বলে ওলো…
মুখ ফিরো না অভিমানে।
মাধবী আর গন্ধরাজে
অনুরাগের কাঁপন নাচে
পাতায় পাতায় জড়িয়ে তুমি
রাগ মানাবার অভিলাষে।
প্রজাপতির প্রেমের ডাকে
দাও গো সাড়া.. যুথি মল্লিকা
তোমার মধু দাও বিলায়ে
ধন্য করো ফুল ফোটা।
ফাগুন হাওয়ায় মনের ফুলে
বসন্তের নৃত্য রাগ
থাকনা, হাসি – কান্না – ব্যাথা
ফুল ফোটারই চির সুবাস।