নিশ্বাস বন্ধ হলে ঢলে পড়ে মৃত্যুর কোলে তারপরে কাফন
কবর খুঁড়ে জানাজা দিয়ে করে দেয় দাফন।
চল্লিশ কদম আসলে দূরে কবর ছেড়ে দিয়ে
মুনকার নাকির দুই ফেরেশতা আসবে রে গর্জিয়ে।
তারপরে সওয়াল
সঠিক জবাব না দিলে পরে পুড়বে রে কপাল
হইবে এমন দশা, থাকবে না ভরসা
আল্লাহ যাহার পর তার সবই অন্ধকার।
আসতেই থাকবে আজাব গজব একের পরে এক,
বিশ্বাস না হয় মানব সকল কোরআন খুলে দেখ।
জাহান্নামের সর্প আসবে জ্বলবে রে আগুন
পুড়ে পুড়ে দগ্ধ হবি যেমনি হয় বাগুন।
মরবি না যে তবু বড়ই কঠোর প্রভু
জারিজুরি যতই করো ছাড় দেবে না কভু।
বলছিলাম যে কথা, এটাই বাস্তবতা
মুনকার নাকিরের প্রশ্ন হবে মাত্র তিনটি কথা।
দ্বীন কি, তোমার মাবুদ কে? চেনো তোমার রাসূল কে?
প্রশ্নপত্র শেষ
সঠিক জবাব পারলে দিতে আজাব গজবের থাকবে নাকো রেশ।
কবরটা প্রশস্ত হবে, নূরে আলোকিত হবে থাকবে না আঁধার
বর বিছানায় আসতেই থাকবে পুষ্টিমান খাবার।
চির বসন্ত আসবে নেমে কবর জগতে
সেখান থেকে পৌছে যাবে অন্তহীন জান্নাতে।