• আজ- বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

যে পাখি আগুনে ঝাঁপায়

আশীষ কুমার বিশ্বাস / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

add 1

আসামে এক রকম পাখি
যাঁরা আগুন দেখলেই
আগুনে ঝাঁপ দেয় !

কখনো কি মনে হয় না –
কেন দেয় ?
কি তাঁর কারণ ?

তাঁরা কি অজ্ঞ –
আগুনের লেলিহান শিখা !
দহনের কি দহন ক্ষমতা !

তবু তাঁরা মরে –
পাখি ঝাঁপ দেয় আগুনে !
তাঁরা কি সতীদাহ পাখি ?

সেই সব সতীদাহ পাখি
মানুষ কে ভাবায়, তাঁদের ও ভাবায় !
এই ভাবে তাঁরা যেন শেষ হয়ে না যায় !

বন্ধ হোক তাঁদের এ শপথ ।
পক্ষী কুলে জন্ম হোক –
নতুন এক রাজা রামমোহন রায় !

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৯:২৭)
  • ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ জমাদিউস সানি, ১৪৪৬
  • ১১ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT