অন্ধকার কেটে গেল
বিজয়ের সূর্যদয়,
শিখাময় কালো রাতের
কেটে গেল মনের ভয়।
আমার ভাষা, আমার দেশ
ক, খ বর্ণমালা,
অন্ধকারে নিমজ্জিত
ভেঙেছি জেলের তালা।
মিশে ছিল আমার মাঝে
রাজাকার শত্রু দল,
আমাবস্যা ঘিরে ছিল
ভাঙ্গিনি মনোবল।
বঙ্গমাতা, সোনার দেশে
এলোরে নতুন আলো,
বাদলের বিজয় ধ্বনি
বেসেছি অনেক ভালো।
আত্মত্যাগের বিনিময়ে
পেয়েছি বাংলাদেশ,
বিজয়ের সূর্য নিয়ে
ধরা দিল অবশেষ।