জন্মিলে মরিতে হবে
এ কথাটি ঠিক
দুঃখ দিলে দুঃখ পাবে
এই কথা সঠিক।
কষ্ট দিলে কষ্ট পাবে
এ কথা কতটুকু ঠিক
অসুখ হলে সুস্থ হবে
এ কথা অসঠিক
মৃত্যু এলে নিঃশ্বাস বন্ধ
এ কথা সঠিক
নিঃশ্বাসের বিশ্বাস নেই
এ কথাটি ঠিক
গায়ের জোরে সব পাওয়া যায়
একথাও সঠিক
কিন্তু ভালোবাসা হয় না
এ কথাটা বাস্তবিক।