স্বার্থহীন এক বন্ধু আছে
এই দুনিয়ায় মাঝে,
বৃক্ষ শুধু দিতেই জানে
কিছুই যাচে না যে।
বৃক্ষলতা আছে বলেই
ধরা শ্যামল সবুজ,
নির্বিশেষে গাছ কাটে যে
সে জন নাদান অবুজ।
বৃক্ষ ছায়া ফুল ও ফলে
ভরিয়ে রাখে ধরা,
তরু লতা কমে গেলে
আসবে ভীষণ খরা।
হবে ভীষণ অনাবৃষ্টি,
ভূমি হবে মরু,
সময় থাকতে রোপণ করো
সারি সারি তরু।
প্রয়োজনে এক গাছ কাটলে
তিনটা রোপণ করো,
প্রকৃতিটা আবার শ্যামল
বৃক্ষ দিয়ে ভরো।