কথার কথা বলে কেন দিলে আমায় জ্বালা,
অযথাই সব কথা বলে হৃদয় করলে কালা।
সামনে চলা কঠিন হলো পিছনে ফেরাও দায়,
কথার কথায় প্যাঁচে পড়ে জীবন চলে যায়।
আপন করে নেবে বলে সেই যে চলে গেলে,
কই সে আপন মিথ্যে কথন-তুষের আগুন জ্বলে।
কালো ছিলে ভালো ছিলে, রাতের কালো হলে,
দিনের আলোয় আর কখনো দেখা নাহি মেলে।
কাগজ ফুলের সুভাষ নিলে মন কি ভরে বলো,
কথায় কি আর চিড়া ভেঁজে তাই যে বলে চলো।
কালোর সবই সরাও তুমি আলোর মশাল জ্বেলে,
কথার কথা আর বলো না বিরহের ঢেউ তুলে।