• আজ- শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

সাতক্ষীরা ঘূর্ণিঝড় ডানা উপলক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

লেখক : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

add 1

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা ঘূর্ণিঝড় ডানা উপলক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেনাবাহিনী কর্মকর্তা মেজর ইসতিয়াক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হাশেম,অতিঃ পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, বিজিবি সহকারী পরিচালক মেজর মাসুদ রানা, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমদ বলেন,ঘূর্ণিঝড় ডানা প্রস্তুতি লক্ষে সকল অফিসে ২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এখান থেকে এ্যম্বুলেস ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত পরিমাণে সুকনা খাবার রয়েছে। সকল সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এনজিও কর্মীর পাশাপাশি সিপিবি সদস্যরা মাঠে থাকবে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মিডিয়া সেল খোলা থাকবে।ঘূর্ণিঝড় ডানার ঝুঁকি কমায় জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এসময় প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন।

ক্যাপসানঃ সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ডানা উপলক্ষে প্রস্তিতি সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমদ, এসময় উপস্থিত অতিথিবৃন্দ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ২:২৪)
  • ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১ রবিউস সানি, ১৪৪৬
  • ৯ কার্তিক, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT