বাংলাদেশের কর্মচারী
বলছি তোমায় শোনো
সত্য-ন্যায়ের বলছি কথা
মিথ্যা নয় এ কোনো।
জনগণের জন্য তুমি
জনগণই সব
জনগণই দেয় যে বেতন
করছো অনুভব?
জনগণের জন্য ভালো
করতে হবে তা-ই
বিপরীতে যাওয়ার তোমার
অধিকারই নাই।
ন্যায়ের আদেশ করলে শাসক
মানতে হবে তাতো
কিন্তু আদেশ উল্টো হলে
মানা যাবে নাতো।
তখন তাকে মানা মানে
জনগণের অহিত
সেই শাসকের বিরোধিতাই
জনগণের সহিত।
তা না হলে ইমান আমল
নষ্ট হবে সব
হারাম হবে বেতন-ভাতা
কীসের মহোৎসব?