তোমার ঠিকানা হারিয়েছি কলেজ ক্যাম্পাসে
ভার্সিটির বারান্দায় ছবি
এখন আমার চলেগেছে আম ছালা সবি।
কাগজের বুকে আর লিখা হয় না চিঠি
পত্রিকার পাতায় এখন কবিতা লিখি।
রোজ সকালে চায়ের কাপে রেখে ঠোঁট
পত্রিকার পাতায় বুলিয়ে তোমার বাদামি চোখ
দেখে নিয়ো আমার মলিন মুখ।
পত্রিকা না পড়লেও ক্ষতি নেই
বাদামের ঠোঙা হয়ে আমার কবিতা
চলে যাবে তোমার হাতে।
তখন না হয় দেখে নিয়ো কিবা লিখেছি তাতে।
তোমার প্রিয় বাদামের সাথে
ঠোঙাটি রেখে দিয়ো রাতে
তার পর না হয় ফেলে দিয়ো প্রাতে।