পৃথিবী স্বল্প সময়ের জন্য একটি ‘মিনি মুন’ পেতে যাচ্ছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ‘২০২৪ পিটি৫’ নামের একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গবেষণায় বলা হয়েছে, প্রদক্ষিণ শেষে এটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে ফিরে যাবে। ৭ আগস্ট নাসার অ্যাটলাস সিস্টেম ব্যবহার করে গ্রহাণুটির প্রথম সন্ধান পান বিজ্ঞানীরা।
মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানান, এর ব্যাস প্রায় ৩৭ ফুট (১১ মিটার)। পৃথিবীর মহাকর্ষে আকৃষ্ট হয়ে প্রদক্ষিণ করা কোনো গ্রহাণুর ঘটনা এটাই প্রথম নয়। ২০২০ সালে ‘২০২০ সিডি ৩’ নামের আরেকটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল।
মিনি মুন হিসেবে কাজ করার জন্য গ্রহাণুটিকে ঘণ্টায় ২,২৩৭ মাইল গতিতে পৃথিবীর ২৮ লাখ মাইলের মধ্যে আসতে হবে। তবে এটি খালি চোখে বা সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখা যাবে না।