ঘানার কুমাসির বাসিন্দা আব্দুল হাকিম আউয়াল একটানা ২৪ ঘণ্টা ২১ মিনিট একটি গাছ জড়িয়ে ধরে বিশ্বরেকর্ড করেছেন। এর আগে ১৬ ঘণ্টা ৬ সেকেন্ড গাছ জড়িয়ে ধরে উগান্ডার ফেইথ প্যাট্রিসিয়া আরিওকোট বিশ্বরেকর্ড করেছিলেন, যা ভেঙে দেন আব্দুল।
সাংবাদিক আব্দুল ঘানায় প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তার রেকর্ড প্রচেষ্টার সময় ১ হাজার ৪৬১টি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
রেকর্ডের সময় আব্দুলকে কোনো বিরতির অনুমতি ছিল না; তাকে দাঁড়িয়ে থেকে গাছকে জড়িয়ে রাখতে হয়েছিল। ২৪ ঘণ্টার এই প্রচেষ্টাকে ‘ম্যারাথন’ হিসেবে বিবেচনা করা হয়। মরুকরণের প্রভাব প্রত্যক্ষ করে, তিনি দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন।
আব্দুল বলেন, ‘গাছ একটি অপরিহার্য সম্পদ, যা সংরক্ষণে সবার অবদান প্রয়োজন।’ গাছ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এই প্রচেষ্টা মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে বলে তিনি মনে করেন।
আব্দুল প্রথম ব্যক্তি নন যিনি গাছ-আলিঙ্গনে রেকর্ড গড়েছেন। এর আগে বনবিদ্যার ছাত্র আবুবকর তাহির এক ঘণ্টায় ১ হাজার ১২৩টি গাছ আলিঙ্গনের রেকর্ড করেছিলেন।