ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান রাজস্থানে প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়েছে। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে, তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন লাগলেও ফায়ার সার্ভিস বৃষ্টির পানির কারণে সেখানে পৌঁছাতে পারেনি।