সাতক্ষীরায় মধ্যাহ্নভোজে খাদ্যে বিষক্রিয়ায় সানজিদা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) দূপুরে সাতক্ষীরা পৌরসভার গড়াইকান্দা গ্রামে আনিসুর রহমানের বাড়িতে তিনি মারা যান । এছাড়া গুরুতর অসুস্থ হয়েছেন বাড়ির কর্তা আনিছুর রহমানসহ ৫ জন। তাদের মধ্যে আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত্যুবরণকারী সানজিদা বেগম গৃহকর্তা আনিছুর রহমানের শাশুড়ি। আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দূপুরে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এ খাবার খেয়ে সবার পাতলা পায়খানা ও বমি হয়। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাও নেওয়া হয়। স্যালাইন ও ওষুধও খাওয়া হয়। কিন্তু রোববার দূপুরে মা সানজিদা বেগম মারা যান। এছাড়া গুরুতর অসুস্থ স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।