কলম
উড়ছে পাখি আকাশ পথে
মাছের বাড়ি জলে,
বনে আছে গাছের সারি
মানুষ ভব তলে।
রীতিনীতি চলবে যথা
অস্থির আমরা কেন?
আপন আপন চলছে সবে
হিংসা ভেলায় যেন।
বিষে মোদের স্বস্তির ঢেঁকুর
হতাম যদি চাঁদে!
ঊর্ধ্ব গগন উঠলে সকল
টেনে নামায় খাদে।
রাজ করিব আমি একা
সবাই সবার স্বাধীন,
খোলস পরা মুখোশধারী
তোমরা আমার অধীন।
মিষ্টি কথায় দুষ্ট আলাপ
ক্বলব কালো পোড়া,
চেহারাতে অস্থির নেশা
লাগাম ছাড়া ঘোড়া।