ফিলিস্তিনের মাটি মানুষ অবহেলার পাত্র
রোষানল তাই ভাঙতে হবে হিংসুটেদের গাত্র।
নবীর আশেক শ্রেষ্ঠ মানব জান্নাত তাদের বাড়ি,
এই পরিসর ছোট্ট যাত্রায় দিচ্ছে তারা পারি।
মুহুর্মুহু আক্রমণে বোমার গোলা ছুড়ছে,
ইহুদীবাদ কায়েম করতে কবর তারা খুঁড়ছে।
অন্ন জলের অভাবে আজ ফিলিস্তিনের মানব,
বসতি ঘর করছে নিধন ইহুদি সব দানব।
ইন্দন দিয়ে মুসলিম নিধন জোরেশোরে চলছে,
মুসলিম জাতির সাহায্য চায় ফিলিস্তিনি বলছে।
হে নওজোয়ান বীর পালোয়ান কোথায় আজি তুমি,
ডাকছে তোমায় লও হাতিয়ার ফিলিস্তিনের ভূমি।
মুসলিম জাতি বীরের জাতি যুদ্ধ করতে জানে,
বদর অহুদ শত যুদ্ধে মেতেছে জয় গানে।
ফিলিস্তিনের বিজয় নিশান উড়তে দেখবে ধরা,
উপায়ান্ত পাবেনা কূল ঠিক পালাবে ওরা।