পাখি আছে রাশি রাশি
কত রঙের জাতি!
সকাল হলে খাদ্য খুঁজে
ঘরে ফিরে রাতি।
পাখির রাজ্যে কাকুলিতে
কলরবে মুখোর,
সকাল হলেই কিচির মিচির
পাখির বাসার কুটোর।
ক্যাপে পেটু লাইটেড প্রথম
বিচক্ষণশীল পাখি,
বাবুই পাখি দ্বিতীয়তে
যত্নে তাদের রাখি।
পাখি রাজ্য বসতবাড়ি
ঘাসের লতাপাতায়,
নিপুন ঘরটি তৈরি করে
কি যে বুদ্ধি মাথায়।
উঁচু উঁচু গাছের সারি
মগডালতে বাসা,
আপন নীড়ে স্বাধীন মত
থাকে দারুণ খাসা।