ঘাটলা বাধা পুকুর পাড়ে
হালকা সবুজ পানি,
শ্যামল ছায়ায় পাতায় ঘেরা
ঝিনুক লুকায় মনি।
কোলা ব্যাঙের বসতবাড়ি
মৎস্য রাজের খেলা,
খোকা-খুকু পুকুর ধারে
চড়ুইভাতির মেলা।
বড় বড় গাছের শাড়ি
টলমলে ওই জলে,
কাদামাটি আচ্ছাহিত
পুকুর গহর তলে।
স্নান করিবে পশু পাখি
গ্রাম্য মানুষ সবে,
উল্লাস করে মাখলুকাতে
প্রশান্তিতে রবে।