নাই বিবেচনা
নাই অনুশোচনা
নাই এতটুকু বিবেক,
আছে স্বাধীনতা
আছে বাচালতা
আছে স্বার্থের আবেগ!
নাই প্রত্যয়
নাই সহায়
নাই কারো আশীর্বাদ,
আছে আকার
আছে চেয়ার
আছে অভিসম্পাত!
নাই আছে
আশেপাশে
এরা কারা সবাই চিনি,
এরা এদিক-ওদিক
যাহাবলে তাহা ঠিক
মাঝে বেচারা আমি তুমি!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com