অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ ফোর্সের যারা কর্মস্থলে যোগদান করেননি, তাদের যোগদানের সর্বশেষ তারিখ বৃহস্পতিবার (১৫ আগস্ট)। আজ (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
কোটা আন্দোলনে নিহতদের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এম সাখাওয়াত বলেন, দেশে পুলিশ না থাকলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ব্যাংকে মারামারি ও দখলদারির উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ ফোর্স যোগদান না করলে তাদের চাকরি করতে ইচ্ছুক নয় এমন ধরা হবে।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে পুলিশ ডিউটিতে থাকবে এবং অহেতুক কাউকে আঘাত করা যাবে না। বিচার বিভাগের কাজ বিচার করবে। দোষীদের শাস্তি হবে, কিন্তু ঢালাওভাবে দোষারোপ করা যাবে না। জনগণকে পুলিশের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ না থাকলে অপরাধ বেড়ে যেতে পারে।
তিনি আরও বলেন, তিনি পুলিশ আহতদের দেখে এসেছেন এবং বৃহস্পতিবারের মধ্যে তাদের জয়েন করার আহ্বান জানান। আনসারদের রাস্তা বন্ধের বিষয়ে তিনি বলেন, সবার দাবি-দাওয়া আছে, এবং তার দাবি হচ্ছে পুলিশ ফিরলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অন্যান্য বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com